পাতা:লালন-গীতিকা.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$$9 লালন-গীতিকা গুরুজী কয় বারে বারে, শোনরে লালন বলি তোরে, তুমি’ মদন-রসে বেড়াও* ঘুরে সে প্রেম মনে কই দাড়ায় Տ ԳՀ ও সে প্রেম করা কি কথারি কথা । প্রেমে মজে হরির হ’লো গলায়ে কেতা ॥ একদিন রাধে মান করিয়ে, ছিলেন ধনি শুমি তেজিয়ে, মানের দায়ে শু্যাম যোগী হয়ে, মুড়ালে মাথা ॥ আরেক প্রেমে মজে ভোলা শ্মশানে মশানে খেলা গলে শক্তি হাড়ের মালা পগল অবস্থা ॥ রূপ সনাতন উজীর ছিল, প্রেমে মজে ফকির হ’লো লালন বলে, এমনি যেন প্রেমের ক্ষমতা | פיף צ জানি মন প্রেমের প্রেমী কাজে পেলে । পুরুষ-প্রকৃতি-স্বভাব থাকতে কি প্রেম রসিক বলে। ১ তুই ২ বেড়াস