পাতা:লালন-গীতিকা.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা > So মদন-জ্বালার ছিন্নভিন্ন প্রেম প্রেম বলে জগৎ জানানো, অ-হকদারে - রসিক মান্ত, ঘুসকি জারি প্রেম-টাকশালে ॥ সহজ সুরসিক জনা, শুষায়* শোষে বাণ ছাড়ে না, সে প্রেমের সন্ধি জানা যায় না ম’রে না ডুবিলে ॥ তিনরসে প্রেম সেধে হরি, শ্ৰাম অঙ্গ গৌরাঙ্গ তারি, লালন বলে বিনয় করি, সেই রসে প্রেম-রসিক খেলে ৷ > * 8 প্রেম জান না প্রেমের হাটে বোলাবোলা । ও তার কথায় দেখি ব্ৰহ্ম-আলাপ মনে গলদ ষোলকলা ॥ বেশ করে সে বোষ্টমগিরি, রস নাহি তার গুমর ভারি, হরিনামের চুচু তারি, তিন গাছি তার জপের মালা খাদ্য-বাধা ভূত চালানি, সেইটে বটে গণ্য জানি, ও তোর সাধুর হাটের ঘুসঘুসানি, প্রেমগুণে পাও জ্বালা ॥ ১ অ-হিকদার ২ শোসায় ৩ সাধলে