পাতা:লালন-গীতিকা.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা Viri b>ఏ কোন প্রেমে সে ব্ৰজপুরী বিভোরা কিশোর-কিশোরী কে পাইবে গন্ধ তারই কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে ॥ গোপী অনুগত যার এবে সে প্রেম জানবে তারা তাদের কামের ঘরে স্বরকি মারা মরায় মরে ধরায় ধরে ॥ পুরুষ-প্রকৃতি স্মরণ থাকতে কি হয় প্রেমের করণ সিংহের দায় দিয়ে লালন শৃগালের কাজ করে ফেরে। 영어 পিরিতি অমূল্য নিধি । বিশেষ বিশ্বাস মতে কারে হয় যদি ॥ এক পীরিতি শক্তিপদে মজেছিল চণ্ডী-চাদে জানলে সে ভাব মনকে বেঁধে ঘুচে যেতে পথের বিবাদী। এক পীরিত ভবানীর সনে মজে ছিল পঞ্চাননে রহিল ত্রিভুবনে কিঞ্চিৎ ধ্যানে মহাদেব সিদ্ধি ॥ এক পারিতি রাধার অঙ্গ পরশিয়ে শু্যাম গৌরাঙ্গ