পাতা:লালন-গীতিকা.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২০
লালন-গীতিকা
১২০

কর লালন এমনি সঙ্গ
কহে সিরাজ সাঁই নিরবধি॥

১৭৮

মন আমার না জেনে মজনা পীরিতে।
জেনে শুনে করগে পীরিত শেষ ভাল যাতে॥
ভবের পীরিত ভূতের কীর্তন
ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন
অবশেষেতে[১] হবে[১] মরণ
তেমাথা পথে॥
পীরিতের হয় বাসনা
সাধুর কাছে জানগে চেনা
লোহা যেমন পরশে সোনা
হবি সে মতে॥
এক পীরিতের বিভাগ চলন
কেউ স্বর্গে কেউ নরকে গমন
জেনে শুনে বলছে লালন
এই জগতে॥

১৭৯

চারিটি চন্দ্র ভাবের ভুবনে।
ও তার দুটি চন্দ্র প্রকাশ্য হয়
তাই জানে অনেক জনে॥
যে জানে সে চন্দ্র-ভেদ কথা
বলবো তার কি ক্ষমতা,

  1. ১.০ ১.১ অবশেষে বিপাকে