পাতা:লালন-গীতিকা.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১২১

ও সে চাঁদ ধরে পায় চাঁদ অন্বেষণ,
যে চাঁদ কেউ না পায় গুণে॥
একচন্দ্রে চারচন্দ্র মিশে রয়,
ক্ষণেক ক্ষণেক বিভিন্ন রূপ হয়,
ও সে মণির কোঠায় খবর জানগে,
সকল খবর সেই জানে॥
ধরতে চায় মূল চন্দ্র কোন্‌ জন,
গরল চন্দ্র করো নিরূপণ,[১]
সিরাজ[২] সাঁই কয়, দেখরে লালন
বিষামৃত মিলনে॥

১৮০

চেয়ে[৩] দেখনারে মন দিব্য নজরে।
চারি চাঁদ দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে॥
হ'লে সেই চাঁদের সাধন
অধর চাঁদ পায় দরশন পায় রে,
চাঁদেতে চাঁদের আসন
রেখেছে ফিকিরে॥
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদের খেওয়া দেয় রে,
জমিনেতে ফলছে মেওয়া
(ও সে) চাঁদের রূপ[৪] ঝরে॥
নয়ন-চাঁদ প্রসন্ন যার
সকল চাঁদ দৃষ্ট[৫] হয় তার[৫] হয় রে
অধীন লালন বলে, বিপদ আমার
গুরু-চাঁদ ভুলে রে॥

  1. অন্বেষণ
  2. দরবেশ সিরাজ
  3. তোরা
  4. সুধা
  5. ৫.০ ৫.১ হয় গো নেহার