পাতা:লালন-গীতিকা.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১২৫

চাতকেরি এমনি ধারা—
অন্য বারি খায় না তারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
মেঘের জল না হ’লে[১]
মন হয়েছে পবন গতি
উড়ে বেড়ায় দিবারাতি
লালন বলে, গুরু-প্রীতি
ও মন রয় না সুহালে॥

১৮৬

বিনে মেঘে বরষে বারি।
শুদ্ধ রসিক হলে মর্ম জানে তারি॥
ও তার নাই সকাল বিকাল
নাহি তার কালাকাল
অবধারি॥
মেঘ মেঘেতে সৃষ্টির কারবার
তারাও সকল ইন্দ্র রাজার
আজ্ঞা কারী॥
নীরসে সুরস ঝোরে
সবাই কি তা জানতে পারে
সাইর কারিগুরি।
ও তার একবিন্দু পরশে
সে জীব অনায়াসে
হয় অমরি॥

  1. বিনে