এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৬
লালন-গীতিকা
ব্রহ্মাণ্ডের জীবন বারি
হতে শাপ বিমোচন
হয় সবারি॥
দরবেশ সিরাজ সাঁই কয়,
লালন চিনে তার মহাজন
থাক নেহারি॥
১৮৭
অমৃত বারি, সে বারি অনুরাগ নইলে কি যাবে ধরা।
যে বারি পরশ হইলে হবে ভবের করণ সারা॥
বারি নামে বার এলাহি
নাইরে তার তুলনা নাহি
সহস্রদল পদ্মে সেহি
অমনি ম্রেনাল-গতি বহে ধারা॥
ছায়াহীন এক মহামুনি
আমি বলবো কি রে তার করণি
প্রকৃতি হইয়ে জিনি
হইলেন বারি সেধে অমর গোরা॥
আশমানে বরিষণ হইলে,
দাঁড়ায় জল মৃত্তিকা-স্থলে
লালন ফকির ভেবে বলে,
ও সে মাটি চিনবে ভাবুক যারা॥
১৮৮
বারি যোগে চারি তালা খেলছে খেলা মন-কমলে।
মনের খবর মন জানে না
এ বড় আজব কারখানা,