পাতা:লালন-গীতিকা.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা মত্তমদে জ্ঞান থাকে না হাত বাড়াই চাদ ধরবে বলে ৷ সর্ব শাস্ত্রে আছে ঠেক মন দিয়ে সব লেখাজোখা কোথা মনের ঘর-দরজা কোথা সে মনের রাজা বয়ে বেড়াই পুথির বোঝা আপনার আপনি ভুলে ৷ মন-কমলে বাড়ে কাশি জোয়ার ভাট দিবানিশি অমাবস্যা পৌণমাসী মনের পরে সব কারসাজি সুধা বরষে রাশি রাশি মন জানে না সেরূপ লীলে । চারি ভেয়ান যে করেছে গুরুকৃপা তার হ’য়েছে বহিছে কারুণ্য-বারি তা হেরে অটলবিহারী লালন বলে, মরি মরি মনেরে বুঝাই কোন ছলে । brసె সামান্তে কি অধর চাদ পাবে । যার লেগে হল যোগী দেবের দেব মহাদেবে ভাব জেনে ভাব না দিলে তখন বৃথা যাবে সে ভক্তি ভজন ՖՏՊ