পাতা:লালন-গীতিকা.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ জেনে লালন-গীতিকা

  • お>

যে প্রেমে শু্যাম গৌর হয়েছে, সামান্ত তার মর্ম জানা কি সাধ্য আছে। না জেনে যে প্রেমের অর্থ, আন্দাজী প্রেম করছে কতো, মরণ-ফাসি নিচ্ছে সে তো, পস্তাতে পাছে ॥ মারে মৎস্ত না ছোয় পানি, হাওয়া ধরে বয় তরণী, ওমনি জেনে প্রেম করণি, রসিকের কাছে ॥ গোসাই অনুসন্ধি যারা এবে সে প্রেম জানবে তারা লালন ফকির পাগলপার সে প্রেম-লালসে ॥ >ぬペ প্রেমের সন্ধি আছে তিন । ষড় রসিক বিনে জানা হয় কঠিন ॥ প্রেম প্রেম বল্লে কি হয়, না জানে - সে প্রেম-পরিচয়, আগে সন্ধি বোঝ প্রেমে মজ, সন্ধি হ’লে সে মানুষ অচিন ॥ পঙ্ক্ষ জলে ফুল সন্ধি বিন্দু আদ্য মূল তার শুষ্ক সিন্ধু >*Rసె