এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা ও যে সিন্ধু-মাঝে আলেক পেচে উদয় হচ্ছে সদায় রাত্রদিন ॥ সরল প্রেমের প্রেমিক হ’লে চাদ ধরা যায় সন্ধি খুলে, ভেবে লালন ফকির পায় না ফিকির হয়ে আছে সদায় ভজনহীন Σ & S) মরে ভুবতে পারলে হয় । যদি মরা ভেসে উঠে কি সে ফল তায় ॥ মরা তো অনেকে মরে, ডোবা কঠিন হয় গভীরে, মাটি নাই প্রেম-সরোবরে, ডুবতে হবে স্বরূপ রূপ আশ্রয় গুরু যদি জানায় তারে, তবে মরা জানতে পারে, শমন-জ্বালা যাবে দূরে, মানব-জনম সফল নিশ্চয় ॥ ডোবে না মন উঠে কেঁদে, ডুবাতে চায় কলসি বেঁধে, খেদে লালন বলছে কেঁদে, না জানি কোন ঘাটে লাগায় ॥ ునా8 মন রতি সে রিপুর বশে রাত্রদিনে । মনের গেল না স্বভাব কিসে মেলে ভাব সাধুর মনে