পাতা:লালন-গীতিকা.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা >\9》 নিজগুণে যা করে সাই, তা বিনে আর ভরসা নাই, জানাও মোর মনের ভক্তি জোর যেরূপ মনে ॥ আমি বলি শ্রীচরণ যদি মনে হয়, কখন ওমনি উঠে হয় তুষ্ট সে সময় যেদিক টানে । দিনে দিন ফুরায়ে গেলো রঙমহল অন্ধকার হ’লো, লালন বলে, হায় করি কি উপায় তো দেখিনে ॥ > ふ)Q মনের হ’ল মতি মন্দ । তাইতে রইলাম আমি জন্ম অন্ধ ॥ ভব রঙ্গে থাকি মজে ভাব দাড়ায় না হৃদয়-মাঝে, গুরুর দয়া হবে কিসে দেখে ভক্তি-বিহীন পশুর ছন্দ ॥ ত্যেজিয়ে রে সুধা রতন, গরল খেয়ে ঘটায় মরণ, আমি মানিনে সাধু গুরুর চরণ, • তাইতে মূল হারায়ে শেষ হইবে ধন্দ ১ বচন ২ হই রে