পাতা:লালন-গীতিকা.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৪
লালন-গীতিকা

মনের গুণে কেহ মহাজন হয়,
ঠাকুর হয়ে কেহ নিত্য পূজা খায়,
আমার এই মনে ত আমায় করলে হত দুকূলো,
হারালাম মনেরি ফেরে॥
মনের মত মনকে পেলাম না,
কিরূপে আজ করি সাধনা,
লালন বলে, আমি হ’লাম পাতালগামী
কি ক’রতে এসে, গেলাম কি ক’রে॥

১৯৯

মন, তোরে আজ ধরতে পারতাম হাতে।
দেখতাম হারে মন কি মনা করে সদায় আলসে মাতে॥
ও মন সদায় বল আর ভুলবো না
তিলেক তা ঠিক থাকে না,
দুষ্ট লালসা দোষে মনা
মজালি আমারে নানান মতে॥
কি কব বেহাত আমার,
নইলে কি মন এ তাল তোমার,
আমি পাইনে গুনে তালের শুমার,
কোন্‌ তালে আমায় নাচাও কোন্‌ পথে॥
ক্রমে তনু পল ভাটি,
আর কবে মন হবা খাঁটি
লালন বলে, নারদ-কাঠি
বাজলে অমনি নেচে ওঠ তাতে॥