পাতা:লালন-গীতিকা.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৫
লালন-গীতিকা
১৩৫

২০০

মানুষ লুকাইল কোন শহরে।
এবার মানুষ খুঁজে পাইনে গো তারে॥
ব্রজ ছেড়ে নদেয় এলো,
তার পূর্বান্তরে খবর ছিল,
এবে নদে ছেড়ে কোথা গেল,
যে জানো বল মোরে॥
স্বরূপে সেই রূপ দেখা
যেমন চাঁদের আভা
এমনি মতো থেকে কোথা
প্রভু ক্ষণেক ক্ষণেক বারাম দেয় রে॥
কেউ বলে তার নিজ ভজন,
করে নিজ দেশে গমন,
মনে মনে ভাবে লালন,
এবার নিজ দেশ বলি কারে॥

২০১

আব-হায়াতের নদী কোনখানে।
আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে
মওলার মহিমারে এমনি
সেই[] নদীতে হয় অমৃত পানি
তার এক রতি পরশে শুনি
অমর হবে সেই জনে॥
সেই নদীর পিছল ঘাটা,
কত চাঁদ কোটালে খেলছে রে ভাটা,

  1. ও সে