পাতা:লালন-গীতিকা.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা ১৩৭ చ్చెరి రి কে তাহারে চিনতে পারে । এসে মদীনায় তরীক যে জানালে এ সংসারে ॥ সবে বলে নবী নবী নবী কি নিরঞ্জন ভাবি দেল ধুড়িলে জানতে পাবি, আহামদ নাম হ’ল কারে ॥ তার মর্ম সে না যদি কয় কার সাধ্য কে জানিতে পায় তাইতে আমার দীন দয়াময় মানুষরূপে ফেরে ঘোরে ॥ *[ নকী এহবাত যে বোঝে না মিছে রে তার পড়াশোনা লালন কয়, ভেদ উপাসনা না জেনে চটকে মারে ৷ ] * ૨૦ 8 মদীনায় রসুল নামে কে এল ভাই । কায়াধারী হয়ে কেনে তার ছায়া নাই। কি দিব তুলনা তারি খুজে পাইনে এ সংসারে, মেঘে যারো ছায়া ধরে ধূপের সময়ে ৷ রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার অতিরিক্ত পাঠ