পাতা:লালন-গীতিকা.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা రిసె من ما يجد নবী না চিনলে কিসে খোদার ভেদ পায় । চিনিতে বলেছে খোদে সেই দয়াময় ॥ জানবি পারের কাণ্ডার জেন্দা সে চার যুগের উপর, মরছনি নাম তার সেই জন্তে কয় ॥ কোন নবী হইল ওফাত, কোন নবী অন্দর হায়াত, নেহাজ ক’রে জেনলে নেহাত যাবে সংশয় ॥ সে নবী আজ সঙ্গে তোরে। চিনে মন তার দাওন ধরে, লালন বলে, পারের কারে সাধ যদি বা রয় ॥ ર ૦ ૧ মনের ভাব বুঝে নবী মর্ম খুলেছে । কেউ ঢাকা দিল্লী হাতড়ে ফেরে কেউ দেখে কাছে ॥ সিনা আর সফিনায় মানি কণক কাকী দিন রজনী ও কেউ দেখে মত্ত কেহ শুনে আকাশ ধেয়েছে ৷ নবীর এই বাত যে বোঝে না মিছে রে তার পড়াশুনা