পাতা:লালন-গীতিকা.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 88 লালন-গীতিকা

  • [ দরবেশ লালন কয় না এমন কথা

কোরানে কয় ॥ ]* २> 8 পড়গে নামাজ ভেদ বুঝে সুঝে। বরজখ নিরিখ না হ’লে ঠিক, নামাজ আরো মিছে। সুন্নত করণ নফল সকল রেকাত গোনা নামাজে থাকলে এসব হিসাব-কেতাব বরজখ ঠিক রয় কিসে। আপনি কেন আপন পানে তাকাও নামাজে বসে, আত্মা হিয়াত রূকু সালাম তাহার প্রেমাণ আছে ৷ দেখে তার ভজনের হুকুম সাদের করেছে, লালন বলে, আন্দলা এমাম ইস্তিন্দা নাই তার পিছে ৷

  • ইহার পরিবর্তে রবীন্দ্র-সদনে রক্ষিত খাতায় নিম্নলিখিত পাঠ পাওয়!

যায় :– মারফত মূল বস্তু বাণী শরীয়ত আর সরপোষ জানি ঘুচাইলে সরপোষ খানি বস্তু লয়ে কি সরপোষ ধরে রয় ॥ আক্কেল অণওল দরিয়া দেখ না মন তাতে ডুবিয়া মুরশিদ ভজন যে লাগিয়া লালন বলে তাতে ভুল সবায় ॥