এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিক 〉8Q。 ミ>Q পড়ে ভূত আর হসনে মনুরায় । কোন হরফে কি ভেদ আছে নেহাজ করে জানতে হয়। আলেফ হে আর মিম দালেতে আহম্মদ নাম লেখা যায় । ও সে মিম হরফ তার নফি ক’রে த দেখনা খোদা কারে কয় ॥ আকার ছেড়ে নিরাকারে ভজলি রে অদেখার প্রায় । আহাদে আহম্মদ হ’লে৷ করলি নে তার পরিচয় ॥ জাতে ছেফাত ছেফাতে জাত দরবেশে জানতে পায় । লালন বলে, কাঠমোল্লা যে ভেদ না বুঝে গোল বাধায় ॥ ミ> じ মনে না দেখলে নেহাজ ক’রে মুখে পড়লে কি হয়। মনের ঘোরে কেশের আড়ে পাহাড় লুকায় ॥ আহামদ নামে দেখি মিম হরফটি নাকি যে কয় । ও সে মিম গেলে সে কি হয় দেখ পড়য়া সবায়। আহাদ আর আহামদে একলা এক সে, মর্ম যে পায় । ও সে আকার ছেড়ে নিরাকারে ছেজদা কি দেয় ॥ জানাতে ভজন কথা, তাইতে খোদা ওলিরূপ হয় । লালন গেল ঘোলায় পড়ে দাহিরি আর নয় ॥ ১ কে