২১৭
মেরে সাঁইর কুদরতি তা কেউ বুঝতে পারে।
আপনি রাজা আপনি প্রজা ভবের পরে॥
আহাদ রূপ লুকায় আহাদি আহামদি রূপ ধরে।
এ মর্ম না জেনে বান্দা পড়বি ফেরে॥
বাজিকর পুতলো নাচায় কথা কওয়ায় আপনি তারে।
জীব-দেহ সাঁই লীলায় ফেরায় সেই প্রকারে॥
আপনারে চিনবে যে জন পশবে সে জন ভেদের ঘরে।
সিরাজ সাঁই কয়, লালন কি আর বেড়াও ঘুরে[১]॥
২১৮
হাওয়ার ঘরে দম আটকা পড়েছে কি অপরূপ কারখানা।
শুদ্ধ হাওয়া-কলে অনেক দমে চলে
হাওয়া নির্বাণ হ'লে দম থাকে না॥
হাওয়া দমে জেকার গণি নিগুম তত্ত্ব শুনি
বলতে ডরাই সে-সব অসম ভাব-বাণী
লীলে নিত্যকারি, হাওয়া যোগেশ্বরী,
হাওয়ার ঘরে দমের হয় লেনাদেনা॥
নির্মল হাওয়ার গুণ বলবো কি আর
এক সঙ্গে দম হ'লো আর
অঙ্গে হাওয়া দম খেলছে সদায়
ঘরে কলকাঠি যার হাতে বাহিরে সে জনা॥
যে জন হাওয়া-শক্তি ধরে, যোগে জানতে পারে,
নিগূঢ় করণ কারণ সেই যাবে সেরে,
লালন বলে, মোর কোলে বিষম ঘোর
হাওয়ার ফাঁদ পাতিলে যেত সব জানা॥
- ↑ ধুড়ে