পাতা:লালন-গীতিকা.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৮
লালন-গীতিকা

মরার সিঙ্গার ধরে
উচিত জানাজা করে,
যে যথায় সেই মরা
আবার মরিলে জানাজার কি হয়
কথায় হয় না সে মরা
তাদের করণ বেদ ছাড়া সর্বদায়
লালন বলে, সমঝে করো
মরার হাল গলায়॥

২২১

কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল বল শুনি।
জেন্দা দেহে মরন্দারো বেশ বোরকা তাজ আর ডোর-কোপিনী
জেন্দা মরার পোশাক পরা,
আপন সরছাদ আপনি সারা,
ভবো ডঙ্কারা
দেখে অসদ্ভাব করণি॥
মরণের আগে মরে।
ছোঁবেনা তারে
শুনেছি সাধুর দ্বারে
তাই বুঝি করেছ ধনি॥
সেজেছ সাজ ভালই তোর
ম’রে যদি ডুবতে পারো
লালন বলে, যদি ফেরো
দুকূল হবে অপমানি॥