পাতা:লালন-গীতিকা.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৪৯

২২২

যে রূপে সাঁই আছে মানুষে।
রসের রসিক না হ’লে কি পাবে তার দিশে॥
বিধি তাই বেদ পড়ে সদায়
আসলে গোলমাল বাধায়,
রসিক ভেয়ে ডুবে
হৃদয়-রতন পায় রসে॥
তালার উপরে তালা,
তাহার ভিতরে কালা,
দেখা দেয় সে দিনের বেলা
রসেতে ভেসে॥
লাকুমে আছে নূরী
সে কথা অকৈতব ভারি
লালন কয়, তার দ্বারের দ্বারী,
আদ্যমাতা সে॥

২২৩

কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায়।
যারে শুধাই সেই বলেনা মর্ম কোথা পাই॥
যে দিনে সাঁই নিরাকারে
ভেসেছিলেন ডিম্ব ভরে,
কি রূপ থেকে তার মাঝারে
কি রূপে গণ্য হয়॥
সে তার রূপ ছিল যখন
বাহন রূপ তার পায় পাঞ্জাতন
আকার কি নিরাকার তখন
সেহি দয়াময়॥