পাতা:লালন-গীতিকা.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S¢२ লালন-গীতিকা ২২৬ জানগে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা। নুর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা ॥ নূরে নবীর জন্ম হয় নুর গঠনে অটলময় কানদরা । নূরেতে মকাম মঞ্জিল উজ্জল করা আছে নূরের শ্রেষ্ঠ নূর জানে সদায় সুচতুর জীব যারা । যে নূরের আলোতে হয় নূর-জহর নিভলে নূরের বাতি এসে ঘিরবে কাল-দ্যুতি ८फ़ोभश्छ । লালন বলে, থাকবে পড়ে সাধের পিঞ্জরা ॥ ՀՀԳ করোরে পেয়াল৷ কবুল শুদ্ধ ইমানে । মিশবি যদি জাত সেফাতে এ তনু আখেরের দিনে ॥ সাধিলে নূরের পেয়াল খুলে যাবে রাগের তালা অচিন মানুষের খেলা দেখবি রে তুই দুই নয়নে ॥ জববর গুরুরে ধ’রে সাধরে আর নূর জহরে