এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৫৩
লালন-গীতিকা
১৫৩
লালন-গীতিকা
এ চার করণ ভারি আছে রে
অতি গােপনে।
ফানা-ফিস-শেখ বাকা ফানা
ফানা ফেল্লা ফানা-ফের-রসুল
এ চার ঘরেতে লালন
মুরশিদ ভজরে অতি গােপনে।
২২৮
১
ভজ মুরশিদের কদম এই বেলা।
ওগাে যার পেয়ালা হৃ-কমলে ক্রমে হবে উজ্জ্বল।
নবীজীর সন্ধানেতে
পেয়ালা চারি মতে
জেনে নেও দিন থাকিতে
ওরে আমার মন ভােলা ।
কোথা আবহায়াত নদী
ধারা বয় নিরবধি
ধরবি সেই ধারা যদি
দেখবি অটলের খেলা।
এপারে কে আনিল
ওপারে কে নেবে বল
লালন কয়, তারে ভােল
কেন রে করে হেলা।
২২৯
রসের রসিক না হলে কে গাে জানতে পায়।
কোথা সে অটল রূপে বারাম দেয়।