পাতা:লালন-গীতিকা.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 6:8 লালন-গীতিকা শূন্তভরে শয্যা করে পাতাল পুরে শরণ দেয়। অরসিক বেড়ায় ঘুরে ঘোর ধাধায় ॥ মন-চোরা চোর সেই সে নাগর তলে আসে তলে যায় । উপর উপর খুজি জীব সবাই ॥ মাটি ছেড়ে লাফ দিয়ে উঠে আশমানে গিয়ে হাত বাড়ায় । অমনি সে পড়ে কাফের সেই খানায় ॥ তাল পড় তাল ধর তবে সব জানতে পার, লালন বলে, উচা মনের কার্য নয় ॥ చ్చెరిం মুরশিদ মণি গভীরে । চার রসের মূল সেই রস ১ মারুফত রসিক জানিতে পারে। চার পথের চার লায়েক জানি খাকি আতস পবন পানি ইহা মুরশিদ বলে কারে মানি দেখ দেখি হিসাব ক’রে ॥ শরীয়তে তরীকত আর যে হকীকত মারফত লেখছে এ চার ছাড়া পথও আছে জানে দরবেশ ফকিরে ॥