পাতা:লালন-গীতিকা.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৬
লালন-গীতিকা

আবিস্বস্তম্ভেতে অনিত্য গোলোক
বিরাজ করে তাহে পূর্ণ ব্রহ্মলোক,
হ'লে দ্বি-দল নির্ণয় সকল জানা যায়,
প্রসঙ্গ থাকে না সাধন-দ্বারে॥
শতদল কিম্বা সহস্র দল
রসরতিরূপে করে চলাচল,
দ্বি-দলে স্থিতি বিদ্যুত আকৃতি,
ষড়দলে বারাম যোগাল তারে॥
ষড়দলে কিম্বা সে ত ষড়তত্ত্ব হয়
দশম দলে মৃণাল গতি গঙ্গা বয়
ওগো তিরোধারা তার, ত্রিগুণ বিচার,
লালন বলে গুরু অনুসারে॥

২৩৩

ঐ এক অজানা মানুষ ফিরছে দেশে তারে চিনতে হয়।
তারে চিনতে হয় তারে মানতে হয়॥
শরীয়তের মোনাজাতে
জানে না তা শরীয়তে
জানা যাবে মারফতে
যদি মনের বিকার যায়॥
মূল ছাড়া সে[১] আজগবি ফুল
ফুটেছে রে[২] ভবনদীর কূল
চিরদিন এক রসিক বুলবুল
সেই[৩] ফুলেতে[৪] মধু খায়।

  1. এক
  2. সে
  3. সে
  4. ফুলের