পাতা:লালন-গীতিকা.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

লালন-গীতিকা

ফানার ফিকির মুরশিদের ঠাঁই
তাইতে মুরশিদের ভজন ভজলে সাঁই
সিরাজ সাঁইর কৃপায় ফকির লালন কয়,
যাজন কষ্ট সাঁইর ঘরে॥

২৩৭

যে জানে ফানার ফিকির সেই ফকির।
ফকির হয় কি কল্লে নাম জিকির॥
আছে কয় মত ফানার ধরন[১]
জানতে হয় তার বিবরণ
ফানা[২] শুধুই ফানা হ’ল[২]
রছুল আঁখির॥
ফানা হয় মুরশিদের পদেতে
সে মওলারে পায় অনায়াসে
তাই না জেনে শুনে মুড়িয়ে মাথা
ফকিরী পথ কর শফির
আখেরে অকারণ হ’বি
ফানা-প্রাপ্ত ফানা হ’লে না
সিরাজ সাঁই কয়, লালন তোমার
ফকিরী নয় ফান-ফিকির

২৩৮

কারে আজ শুধাই সে কথা,
কি সাধনে পাব তারে যে আমার জীবন-দাতা

  1. করণ
  2. ২.০ ২.১ ফেল্লা ফানা ফেরশেখ ফানা ফের