পাতা:লালন-গীতিকা.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬২
লালন-গীতিকা

বলবো কি সে নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা,
ধরতে গেলে না যায় ধরা
যৈছে রে বিজরি॥
মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকুল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ওই নূর ঝলক দিচ্ছে তারি॥
সিরাজ সাঁই বলে রে, লালন
করগে আপন দেহের বলন
নূরে নরে ক’রে মিলন
ঐ রূপ থেকো রে নেহারি॥

২৪২

কৃতিকর্মার খেল কে বুঝতে পারে।
যে নিরঞ্জন সেই নূর নবী নামটি ধরে॥
গঠিতে সয়াল সংসার
এক দেহে দুই দেহ হয় তার
আহাদ আহামদের বিচার
দেখ নজরে[১]
চারেতে নাম আহামদ হয়
এক হরফ তার নফি কেন কয়
সে কথাটি জানবো কোথায়
নিশ্চয় ক’রে॥

  1. বিচারে