এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>○8 লালন-গীতিকা মেয়ারাজ ভাবেরি ভুবন গুপ্ত ব্যক্ত আলাপ হয় দুইজন কে পুরুষ আকার কে প্রকৃতি তার প্রমাণ কি পেয়েছে ৷ কোন প্রেমের প্রেমী ফাতিমা করে সাইকে পতি ভজনা কোন প্রেমেরি দায় ফাতিমাকে । সাই মা ব’লে বলেছে । কোন প্রেমে গুরু ভব-তরী কোন প্রেমে শিষ্য হয় কাণ্ডারী না জেনে লালন প্রেমের উদ্দীপন পীরিত করে মিছে ৷ Հ8 (t আছে আল্লা আছে রছুল আমার এ ত জ্ঞান হ’লে না অজানা এক মানুষের করণ তলে করছে আনাগোনা ॥ আল্লা আল্লা যিনি তুই রূপ মিলে নিত্য করেন কৌতুকেরে তুই রূপ মজার রূপ মনোহর সে রূপ কেউ বলে না ৷ নারী পুরুষ নপুংসক রে তাহার তুলনা তাইরি হয় রে সে রূপ অন্বেষণ জানে যেহি জন শক্তি-উপাসনা ॥. শক্তিহারা ভাবুক যে কপট ভাবের ভাবুক সে রে