এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা একে আমাবতির বার, মাটি রসে সরোবর [ মাটি রসে সরোবর ]* সাধু গুরু বোষ্টম তারা * উদয় সে রসের সনে ॥ তুই খোত না চাষা ভাই ও তোর জ্ঞান কিছুই নাই [ রে তোর জ্ঞান কিছুই নাই ]* এবার অমাবস্তে প্রতিপদে হাল বয়ে কাল হও কেনে ॥ যে জন রসিক চাষা হয় ও সে যোগ বুঝে হাল বয় [ রে সে যোগ বুঝে হাল বয় ]* লালন ফকির পায় না ফিকির হাপুর হুপুর ভু ই বোনে ॥ ミ8bー মরো জেন্দেগির আগে । দেখে শমন যাক ভেগে | সই থাকিতে আগে মরা ভাবুক তার এমনি ধারা প্রেমমদে মাতোয়ারা সে কি বিধির ভয় রাখে ১ হ’ল ২ তিনে * রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার অতিরিক্ত পাঠ