পাতা:লালন-গীতিকা.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা ম’রে যদি ভেসে উঠে সেও বেড়ায় ঘাটে ঘাটে ম’রে অমনি ডোব শ্রীপাটে বিধির অধিকার ত্যেগে ॥ হায়াতের আগে যে মরে বঁাচে সে মওতের জোরে দেখ রে মন হিসাব ক’রে দরবেশ লালন কয় ডেকে ॥ ૨88 কে পারে সে মকরউল্লার মকর বুঝিতে। আহাদে আহামদ নাম হয় জগতে ॥ ১ ১ হরফটা নফি আহামদ নামে খেদায় মিম হরফ নফি কেন” কয় মিম উঠায়ে দেখ সবায় কি হয় তাতে ॥ সাকারেতে হয়ে জুদা খোদা সেই বলে খোদা, দিব্যজ্ঞানী নইলে কি কে পায় জানতে কুলহে আল্লা স্বরাতে তার ইসারায় আছে বিচার লালন বলে, দেখনা এবার দিন থাকিতে ॥ ২ অাকারে S98