পাতা:লালন-গীতিকা.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৬৯

কোরানেতে সাফ লেখা যায়
আবার ওলি দরবেশ তারাও কয়॥
মুরশিদের মেহের হ'লে
খোদার মেহের তাইরি হেন,
মুরশিদ না ভজিলে
তার কি আর আছে উপায়॥
মুরশিদ পথেরো ছাড়া
যাবা কোথায় তারো দাড়া
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন গোড়া
পথ ধরে থেকো সদায়॥

২৫২

এমন দিন কি হবে রে আর।
খোদা সেই ক’রে গেল রসুল রূপে অবতার॥
আদমের রূহু সেই
কেতাবে শুনিলাম তাই,
নিষ্ঠা যার হ’লো রে ভাই
মানুষ মুরশিদ করলে সার॥
খোদ সুরাতে পয়দা আদম
এও জানা যায় অতি মরম
সাকার[১] নাই যার[২] সুরাত কেমন
লোকে বলবে তাও আমার[৩]
আহাম্মদের[৪] নাম লিখিতে
মিম[৫] হরফ কয় নফি ক'রতে[৫]

  1. আকার
  2. তার
  3. আবার
  4. আহমদের
  5. ৫.০ ৫.১ নি-মুন কি কয় তার কিসেতে