এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৬৯
কোরানেতে সাফ লেখা যায়
আবার ওলি দরবেশ তারাও কয়॥
মুরশিদের মেহের হ'লে
খোদার মেহের তাইরি হেন,
মুরশিদ না ভজিলে
তার কি আর আছে উপায়॥
মুরশিদ পথেরো ছাড়া
যাবা কোথায় তারো দাড়া
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন গোড়া
পথ ধরে থেকো সদায়॥
২৫২