পাতা:লালন-গীতিকা.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭০
লালন-গীতিকা

সিরাজ সাঁই কয়, লালন তাতে
দেখরে[] কিঞ্চিৎ নজীর এবার[]

২৫৩

কি সাধনে পাই গো আমি তারে।
ও সে ব্রহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে॥
শূন্য শিখর যার নির্জন গোফা
স্বরূপে সেই তো চন্দ্রের আভা,
ও সে ধরতে যাই হাতে নাহি পাই
কেমনে সে রূপ যায় গো সরে॥
জেনে শাস্ত্র ভাল কেহ কেহ
পঞ্চতাত্ত্বিক হ'লে সেহি জানতে পায়
ও সে পঞ্চতত্ত্বের ঘর সেও তো অন্ধকার
নিরপেক্ষ সেই হয় বিচারে॥
গুরুপদে আজ হইত মরণ
তবে বুঝি সফল হইত জীবন
ভাবিয়ে লালন কহে, ওরে আমার ভাগ্যে
তা তো ঘটলোনা রে॥

২৫৪

(মনরে) আত্মতত্ত্ব না জানিলে
সাধন[] হবে না পড়বি রে গোলে
আগে জান্‌গে কালুল্লা
আনাল হক্‌ আল্লা
যারে মানুষ বলে॥

  1. ১.০ ১.১ কিঞ্চিৎ নজীর দেখ এবার
  2. ভজন