পাতা:লালন-গীতিকা.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭১
লালন-গীতিকা
১৭১

প'ড়ে ভূত মন আর হস্‌নে বারংবার
একবার দেখ্‌নারে প্রেম-নয়ন খুলে।
আপনি সাঁই ফকির আপনা হয় ফিকির
ও সে লীলেছলে আপনারে আপনি ভুলে
আপনি ভাসে আপন প্রেম-জলে॥
লায়লাহা তন ইল্লেল্লা জীবন
আছে প্রেম যুগলে॥
[১][যাবি মন কোথায়
আপনারে আজ আপনি ভুলে॥][১]
সেই আমি কি আমি
তাই জানিলে যায় দুর্নামি
লালন কয়, তবে কি ভ্রমি
তব কুপায়॥

২৫৫

আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়।
আমি শব্দের অর্থ ভারি, আমি সে তো আমি নয়॥
অনন্ত শহর বাজারে
আমি আমি শব্দ করে
আমার খবর নাই আমারে
বেদ পড়ি পাগলের প্রায়॥
যখন না ছিল স্বর্গ মর্ত্য
তখন কেবল আমি সত্য
পরেতে হইল বর্ত,
আমি হইতে তুমি কায়॥

  1. ১.০ ১.১ রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার অতিরিক্ত পাঠ