পাতা:লালন-গীতিকা.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা >"○ ২৫৭ মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে । যে নাম * মরণ হরে* তাপিত অঙ্গ শীতল করে ভব-বন্ধন দূরে যায় রে জপ ঐ নামে দিবারেতে ॥ মুরশিদের চরণ-মুধা পান করিলে যাবে ক্ষুধা, ক’রনা রে দেলে দ্বিধা, যেই মুরশিদ সেই খোদা বোঝ ‘অলিয়ম” মরশেদা’ আয়েৎ লেখা কোরানেতে ॥ *[ আপনি খোদা আপনি নবী আপনি সেই আদম সফি, অনস্ত রূপ করে ধারণ কে বোঝে তার নিরাকরণ নিরাকার হাকিম নির্জন মুরশিদ-রূপ ভজন-পথে ॥ কুল্লে শাইন শহীদ আরো আলাবুল্লে শাইন কাদীর পড়ো কালাম নেহাজ করো তবে সব জানিতে পারে। কেনে লালন ফঁাকে ফেরো ফকিরী নাম পাড়াও মিথ্যে ৷ ]* ১-১ মরণে হা রে ২ ছুটে ৩ দিবরেতে ৪ অলিয়েল * রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার অতিরিক্ত পাঠ