পাতা:লালন-গীতিকা.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক › ጫማቅ ૨૭૨ তোমার মত দয়াল বঁধু আর পাবো না । দেখা দিয়ে ওহে রছুল ছেড়ে যেও না ৷ তুমি হে খোদার দোস্ত অপারের কাগুারী সত্য তোমা বিনা পারের লক্ষ্য ■ আর দেখা যায় না | আমরা সব মদীনাবাসী ছিলাম যেমন বনবাসী তোমা হ’তে জ্ঞান পেয়েছি আছি সান্তন ॥ আসমানী আয়েন দিয়ে আমাদের সব আনলে রাহে আজ মোদের ফাকি দিয়ে ছেড়ে যাবে না ৷ তোমা বিনে এরূপ শাসন কে করবে আর দীনের কারণ লালন বলে, আর ত এমন বাতি জলবে না। ২৬৩ দিবারেতে থেকে সব রে বাহু সারি । রছুল বলে, এই দুনিয়া যেন ঝকমারি ॥ পড়িও আওজ বেল্লা দূরে যাবে লানতুল্লা মুরশিদ রূপ যে করে হেল্লা শঙ্কা যায় তারি ॥