পাতা:লালন-গীতিকা.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক। QS আহাদ নামে কেন আসি মিম দিয়ে মিম করে নফি কি তার মর্ম কও নৰীজী লালন তাই বলে ৷ ২৬৫ পড়োরে দায়েমী নামাজ এ দিন হ’লে আখেরি । মাশুক রূপ হৃদয় রেখে দেখ অাশক বাতি জেলে কিবা সকাল কিবা - বৈকাল ১ দায়েমীর নাই অবধারি ॥ সালেকের চার্জপান। মজ্জ বি আশক দেওয়ানা আশকে দেল করে ফানা মাশুক বৈ অন্য জানে না আশা-বুলি পেয়ে সে না মাশুকের চরণ-ভিখারী ॥ কে কায়া আইল জিনি এহি ফরজ জাত নিশানি, দায়েমী ফরজ আদায় যে করে তার নাই জাতের ভয় জাত এলাহি ভাবে সদায় মিশাইয়ে জাতে নূরী। ১-১ কি বৈকালে