পাতা:লালন-গীতিকা.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা به بیان: মাশুকের চরণ ফুটি নয়নে আছ নেহারা ॥ মাশুক রূপ হৃদয়ে রেখে থাকে সে পরম সুখে শত শত স্বর্গ দেখে মাশুকের চরণে ধরা ॥ ন মানে সে ধর্মাধর্ম না মানে সে কর্মকর্ম যার হয়েছে বিচার সাম্য লালন কয় তার করণ সারা ॥ こと。 ওপারের • কাণ্ডারী নবীজী আমার । ভজন সাধন বৃথা নবী না চিনে ॥ নবী* আকবল আখের বাতিন জাহের (নবী) কখন কি রূপ ধারণ করে কোনখানে আশমান জমিন জল আদি পবন যে নবীর নূরে হ’ল” স্বজন বল কিসে ছিল সে নবীর আসন নবী পুরুষ কি প্রকৃতি আকার তখনে ॥ আল্লা নবী দুটি অবতার গাছ বীজ যেরূপ দেখি যে প্রকার তোমার" সুবুদ্ধিতে কর* বিচার ওর গাছ বড় কি ফলটি বড় নেও জেনে ॥ ১ অপারের ২ ও সে ৩ রবীন্দ্র-সদনে খাতার অতিরিক্ত পাঠ ৪ হয় ৫-৫ তোমরা স্ববুদ্ধিতে কর হে ৬ তার