পাতা:লালন-গীতিকা.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক। >br○ আত্মতত্ত্বে ফাজিল যে জনা জানতে পায় সে নিগুঢ় কারখানা হ’ল রছুল রূপে প্রকাশ রববান। অধীন লালন বলে, দরবেশ সিরাজ সাইর গুণে ॥ २१० মন কি ইহাই ভাবো, আল্লা পাবো নবী না চিনে । কারে বলিস নবী দিশে পেলিনে * ॥ যার নূরে হয় আদম পয়দ সেই নবীর তরীক জুদা নূরের পেয়ালা খোদা দিলেন তারে খোদ অঙ্গ জেনে ॥ মালেক সাই ব্ৰহ্ম নবী দেল ধুড়িলে জানতে পাবি, বলবো কি সেই ব্ৰহ্মার কখনই হয়ত নিষ্ঠাগতি, সব ঠাই সে রয়” । চার কারের উপরে দেখো রাগ পেয়ে সে ছিল কে গে। পূর্বাপর তার খবর রাখে। তবে জানবি লালন নবীর ভেদ মনে ॥ আশকের আশকী নামাজ রাজী যাতে হয় বেনিয়াজ লালন করে শৃগালের কাজ দিয়ে সিংহের দায় ॥ ১ পালিনে ২ খুবি ৩-৩ তার একদিন আর ডালে দুলে