পাতা:লালন-গীতিকা.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

!y8 লালন-গীতিকা Հ Գ> নবীর অঙ্গে জগৎ পয়দা হয় । সেই যে আকার কি হ’ল তার কে করে নির্ণয় ॥ আবদুল্লার ঘরে বলে। সেই নবীর জন্ম হ’লো, মূলদেহ তার কোথায় রইলো শুধাবো কোথায় ॥ কিরূপে নবী জান সে যুক্ত হয় রাগের বীজে আব-হায়াত যার নাম লিখেছে হাওয়া নাই সেথায় ॥ একজনে দুই কায় ধরে কেউ পুণ্য কেউ পাপ করে, কি হবে তার বোঝ মন রে, হিসাবের সময় ॥ নবীর ভেদ পায় একাস্তি ঘুচে যায় তার সব সন্ধি দৃষ্ট হয় তার অনেক ফন্দি লালন ফকির কয় ॥ ૨૧૨ নবী না চিনে কি আল্লা পাবে। নবী দীনের চাদ আজ দেখনা রে ভেবে ॥ যার নূরে হয় সয়াল সংসার, সেই আজ কলির ভাবে নবী পয়গম্বর, হাটের গোলমালে আমার মন রে, তারে চিনলাম না ভবে