পাতা:লালন-গীতিকা.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা ➢ህም® বাতিনের ঘর নূর নবী, ও সে পুরুষ কি প্রকৃতি ছবি, পড়ে দেল-কেতাব করবে বিধান মনের অন্ধকার যাবে ॥ বোঝা কঠিন কুদরতি • খেয়াল আমার নবীজী গাছ, সাইজী তারি ফল, সেই ফল পাড় ঐ গাছে চড়, লালন কয় কাতর-ভাবে ॥ 는 SD কুদরতের সীমা কে জানে। আপনি করে আপন জিকির বসিয়ে আল-জবানে ১ কুদরতো আল-জবানের খবর হলে তাইরি কিঞ্চিৎ নজির মেলে, নইলে কাগড়া কথা ব’লে উড়িয়ে দিবে সব জনে ॥ খোদকে চিনলে খোদা চিনি খোদ খোদা বলেছে তেমনি * মান আরাফ নফসহ বাণী বোঝ তার কি মানে ॥ যে বোলায় রে আমি আমি সেই আমি কি আমি আমি লালন বলে, কেবা আমি আমায় আমি চিনি নে ॥ ২ আপনি ৩ নকচুহু