পাতা:লালন-গীতিকা.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা অবতার অবতরি সেও • সম্ভাবে তারি, দেখো জগত ভরি এক চাদে হয় উজ্জলা । ভাণ্ড ব্রহ্মাণ্ড *-মাঝে সাই বিনে কি খেল আছে লালন কয়, নাম ধরে ৩ সে ৩ কৃষ্ণ করিম কালা ॥ را ۹ج ও মন যে যা বোঝে সেইরূপ সে হয় । সে যে রাম রহিম করিম কালা এক আল্লা জগৎময় ১ তে। কুল্লে শাইন সহিত খোদা আপন জবানে কয় সে কথা যার নাই রে আচার-বিচার বেদ পড়িয়ে গোল বাধায় ॥ আকার সাকার নিরাকার হয় একেতে অনস্ত উদয় নির্জন ঘরে রূপ নেহারে এক বিনে কি দেখা যায় ॥ এক নেহারে দেও মন আমার ভজ না রে দেখ তায় । লালন বলে, এক রূপ খেলে ঘটে পটে সব জা’গায় ॥ ২ বেভাণ্ড ৩-৩ ধরেছে >br q