পাতা:লালন-গীতিকা.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৮
লালন-গীতিকা

২৭৭

কে বোঝে মন মওলার আলেক বাজী।
করছে রে কোরানের মানে যা আসে যার মনের বুঝি॥
(সবে) একই কোরান পুড়াশুনা
কেউ মৌলবী কেউ মওলানা,
দাহিরে হয় কত জনা,
সে মানে না শরার কাজী।
রোজ-কেয়ামত বলে সবায়
কেউ বলে না তারিখ নির্ণয়
হিসাব হবে কি হচ্ছেরে সদায়
কোন্‌ কথায় মন রাখি রাজী॥
ম’লে জান ইল্লীন সিজ্জীন রয়
যতদিন রোজ হিসাব না হয়,
কেউ বলে জান ফিরে জন্মায়
তবে ইল্লীন সিজ্জীন কোথায় আজি॥
এরাফ বিধান শুনিতে পাই,
এক গোর মানুষের মওত নাই
সে আমারি কোন্‌ ভাইরে ভাই
বলছে লালন, কারে পুছি॥

২৭৮

আলেফ নামে মিমেতে।
কোরান তামাম শোধ লিখেছে॥
আলেফ আল্লাজী মিম মানে
নবী নামের হয় দুই মানে[]

  1. মনে