এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৯৩
আদমকে করিলে ছেজদা
সালেক জনে পায়॥
যথা সালেক মকাম বাড়ি
সফিউল্লা তাহার সিঁড়ি
লালন বলে, মনের বেড়ি
লাগাও তার পায়॥
২৮৫
আপন সুরাতে আদম গঠলে দয়াময়।
নইলে কি ফেরেস্তাকে ছেজদা দিতে কয়::
আল্লা আদম না হ'লে
পাপ হ’তো ছেজদা দিলে
সেরেফ পাপ যারে বলে
এ দীন দুনিয়ায়॥
দুষে সে আদম সফি
আজাজীল হল পাপী,
মন তোমার লাফালাফি
ওমনি দেখা যায়।
আদমি সে চেনে আদম
পশু কি তার পায় মরম,
লালন কয়, আদ্য ধরন
আদম চিনলে হয়॥
২৮৬