পাতা:লালন-গীতিকা.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৯৪
লালন-গীতিকা

আনিয়ে জেন্দারো মাটি
গঠলে[] বোরখা পরিপাটি
মিথ্যা নয় সে কথা খাঁটি
কোন্‌ চিজে তার গঠন[] আত্মা[]
সেই যে আদমের ধড়ে
অনন্ত কুঠরি গড়ে
মাঝখানে হেতলে কল জুড়ে
কীর্তিকর্মা বসলো কোথা॥
আদমি হল আদম চিনে
ঠিক নামায় সে দেল-কোরানে,
লালন কয়, সিরাজ সাঁইর গুণে
আদম অধর ধরায় সুতা॥

২৮৭

খাকি আদমের ভেদ সে ভেদ পশু কি বোঝে।
আদম কালেবে খোদে খোদা বিরাজে॥
আদম শরীর আমার ভাষায়
বলেছেন অধর সাঁই নিজে।
নইলে কি আদম কে ছেজদা
ফেরেস্তায় সাজে॥
শুনি আজাজীল খাস তন
খাকে আদম তন গঠেছে।
আবার সেই আজাজীল শয়তান হ’লো
আদম না ভজে॥

  1. গঠিল
  2. গঠিল
  3. আওয়া