এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৯৪
লালন-গীতিকা
২৮৭
খাকি আদমের ভেদ সে ভেদ পশু কি বোঝে।
আদম কালেবে খোদে খোদা বিরাজে॥
আদম শরীর আমার ভাষায়
বলেছেন অধর সাঁই নিজে।
নইলে কি আদম কে ছেজদা
ফেরেস্তায় সাজে॥
শুনি আজাজীল খাস তন
খাকে আদম তন গঠেছে।
আবার সেই আজাজীল শয়তান হ’লো
আদম না ভজে॥