পাতা:লালন-গীতিকা.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৯৫

আব খাক আতস বাদে ঘর গঠন
জান মালেক কোন্‌ চিজে।
লালন বলে, এ ভেদ জানলে
সব জানে সে যে॥

২৮৮

ধ'রে আজাজীল ছেজদা বাকি রেখেছে কোন্‌খানে।
কর রে মন ছেজদা সেই যায়গা চিনে॥
জগৎ জুড়ে দিলে ছেজদা
তবু ঘটলো দুর-অবস্থা
ইমান হইল পোক্তা
বেড়েছে জমীনে॥
এমনি মাহাত্ম্য জায়গায়
ছেজদা দিলে মকবুল হয়
আজাজীলের বিশ্বাস নয়,
করেনি সেই জন্যে॥
ইবলীসের ছেজদার উপর
ছেজদা দিলে কি ফল হয় তার
লালন বলে, সেই বিচার
ত্বরায় নেও জেনে॥

২৮৯

ইবলীসের ছেজদার ঠাঁই ছেড়ে চাই ছেজদা করা
হুজুরের নামাজের আইন এমনি ধারা॥
ছেজদা করেছে সে ত
স্বর্গ মর্ত্য পাতাল জোড়া।