পাতা:লালন-গীতিকা.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৯৬
লালন-গীতিকা

কোন জায়গায় সে বাদ রেখেছে
দেখ্‌ না তোরা॥
জায়গার মাহাত্ম্য বুঝে
ছেজদা দিতে পারে যারা।
আগম কয়, তাদের
হবে নামাজ সারা॥
কিসে হয় আসল নামাজ
করো সেই কাজ ভাই সকলেরা।
লালন বলে, আখের যাতে
না যায় মারা॥

২৯০

ও মন, বল রে সদা লায়লাহা ইল্লেল্লা।
আইন ভেদিলো রছুলুল্লা॥
লায়লাহা নফি সে হয়
ইল্লাহা সে দীন দয়াময়,
নফি এসবাত যাহারে কয়
সেই এবাদতুল্লা॥
লা-শরীক জানিয়ে তাকে
করো জেকের দেলে মুখে,
মুক্তি পাবি থাকবি সুখে,
দেখ্‌বি রে নূর বজলুল্লা॥
নামের সহিত রূপ
ধেয়ানে রাখিয়ে জপ
যদি ডাক চিনাবি কিরূপ
কে আল্লা॥