এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৯৯
কারে রাখি কারে ফেলি,
একমনে দুই কৈ দাঁড়ায়॥
বেলায়েতের হ'লে বিচার
ঘুচে যেতো ঘোর অন্ধকার
লালন ভেড়ে[১] এধার ওধার
দু ধারাতে খাবি খায়॥
২৯৪
পড়গে নামাজ জেনে শুনে।
নিয়াত বাঁধগে[২] মানুষ-মক্কা পানে॥
মানুষে মনস্কামনা[৩] সিদ্ধি করো
বর্তমানে।
(ও কে) খেলছে খেলা বিনোদ কালা এই মানুষের
তন্-ভুবনে॥
শতদল কমলে কালার আসন শূন্য
সিংহাসনে।
চৌদ্দ ভুবন ঘোরায় নিশান ঝলক দিচ্ছে
নয়ন-কোণে॥
মুরশিদের মেহেরে মোহর যার খুলেছে
সেই তা জানে।
(এবার) বলছে লালন, ঘর ছেড়ে ধন
খুঁজিস কেন বনে বনে॥
২৯৫
আছে আদি মক্কা এই মানবদেহে
দেখনা রে মন ভেয়ে।