পাতা:লালন-গীতিকা.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০০
লালন-গীতিকা

দেশ-দেশান্তরে দৌড়ে এবার
মরছো[১] কেন হাঁফিয়ে॥
ক’রে অতি আজব হক্কা
গঠেছে সেই মানুষ-মক্কা
কুদরতি নূর দিয়ে।
ও তার চার দ্বারে চার নূরের ইমাম
মধ্যে সাঁই বসিয়ে॥
তিল-প্রমাণ জায়গার ভিতর
বানিয়েছে সাঁই ঊর্ধ্ব শহর
এই মানুষ-মক্কায়ে।
কত লাখ লাখ হাজী করেছে রে হজ
সেই জায়গায় বসিয়ে॥
মানুষ-মক্কা কুদরতি কাজ
উঠছে রে আজগুবি আওয়াজ
সাত তালা ভেদিয়ে।
শতদল সহস্রদলে আছে আনন্দিত হ’য়ে॥
আছে সিংদরজা দশদুয়ারী,
এ নাম নিদ্রা-ত্যাগ হ’য়ে নূরী
মানুষ-মক্কা মুরশিদ-পদে
ডুবে দেখগা ধাক্কা সামলিয়ে।
সাঁই লালন বলে, গুপ্ত মক্কা আদি ইমাম সেই মিঞে॥

২৯৬

ধড়ে কোথায় মক্কা মদীনে চেয়ে দেখ নয়নে[২]
ধড়ের খবর না জানলে ঘোর যাবে না কোনদিনে

  1. মরিস
  2. নজরে