এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২০১
২৯৭
কিসে আর বোঝাই মন তোরে।
দেল-মক্কার ভেদ না জানিলে
হজ কিসে হয় রে॥
দেল-মক্কা খোদ কুদরতি কাম,
খোদ খোদা দেয় তাইতে বারাম,
সেইজন্য নূর[৩] দেল-মক্কা নাম
সর্ব সংসারে॥
এক দেল যারো জেয়ারত হয়
হাজার হাজী তার তুল্য নয়,
কেতাবেতে সাফ লেখা যায়
তাইতে বলি রে॥