পাতা:লালন-গীতিকা.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০২
লালন-গীতিকা

মানুষের মক্কা গঠন
মানুষে তাই করে ভজন
লালন কয়, আদি মক্কা কেমন
চিনবি কবে রে

২৯৮

সে যারে বোঝায়, সেই বোঝে।
মকরউল্লার মকর বুঝা সাধ্য কার আছে॥
যথা কাল্লা তথা আল্লা
এমনি রে সে মকরউল্লা,
অবোধেরা মকর হীলা
তাই সদাই খোঁজে
এরফানি কেতাবেরে ভাই
হরফ নূক্তা[১]তার কিছুই নাই,
তাই ধুড়িলে খোদাকে পাই
খোদেই বলেছে॥
এলেম[২] লাদুন্নি[২] হয় যার
সর্ব ভেদে মালুম তার,
লালন কয়, ছটাকে-মোল্লার
দড়বড়ি মিছে॥

২৯৯

খাঁচার ভিতর অচিন পাখী কেমনে[৩] আসে যায়
ধরতে পারলে মন-বেড়ী দিতাম তাহার পায়॥

  1. নওয়া
  2. ২.০ ২.১ এলোমেলো কুল
  3. কমনে (খাতার পাঠ)