পাতা:লালন-গীতিকা.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৩০০

মনের কথা বলবো কারে।
মন জানে আর জানে মরমে মজেছি মন দিয়ে যারে॥
মনেরো তিনটি বাসনা
নদীয়ায় করবো সাধনা,
নইলে মনের বিয়োগ যায় না,
তাইতে ছিদাম এ হাল মোরে॥
কটিতে কেীপীন পরবো
করেতে করঙ্গ নেবো
মনের মানুষ মনে রাখবো
কর যোগাব মনের শিরে॥
যে দায়ের দায়ে আমার এমন
রসিক বিনে বুঝবে কোনজন,
গৌর হয়ে নন্দের নন্দন
লালন কয় সে বিনয় করে॥

৩০১

আমি যার ভাবে মুড়িয়েছি মাথা।
সে জানে আর মনে জানে আর জানবে কে তা॥
মনের মানুষ রাখবো মনে
বলব না তা কারো সনে
ও তার ঋণ শুধিব কতদিনে,
মনে সদাই সেই চিন্তা॥
সুখের কথা বোঝ সুখী
ও ভাই দুখের কথা দুখী,